ঢাকা: বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ডেভিড ভিয়া বিশ্বাস করেন, দলের সেরা তারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্মরণ করা হবে। তিনি আরো জানান, কোচ লুইস এনরিক বার্সায় সফলতা পাবে কারণ তিনি দলকে দারুণভাবে বোঝে।
স্পেন জাতীয় দলের সাবেক তারকা বর্তমানে নিউইয়র্ক সিটির হলে খেলেন। তবে ছুটি কাটাতে বর্তমানে তিনি স্পেনে এসেছেন। পরে এক সাক্ষাৎকারে তার কাছ থেকে জানতে চাওয়া হয় তার সাবেক ক্লাব সতীর্থ মেসি সম্পর্কে, যিনি ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডের জন্য তিন সদস্যের চূড়ান্ত তালিকায় রয়েছেন।
ভিয়া জানান, ফিফার বর্ষসেরা এ পুরস্কারের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো পছন্দের তালিকায় থাকলেও আর্জেন্টাইন অধিনায়ক মেসিই সর্বকালের সেরা।
ভিয়া বলেন, ‘ আমি দীর্ঘ সময় ধরে মেসি সম্পর্কে বলে এসেছি, আর ধারাবাহিকভাবে বলে যাব। মেসি ম্যাচে অনেক গোল করুক বা নাই করুক আমার কাছে সেই হচ্ছে বিশ্বের সেরা ফুটবলার। ’
তিনি আরো বলেন, ‘আমি ফুটবল মাঠে মেসির মত ফুটবলার দেখিনি। সে ইতিহাস রচনা করে। আমি তার সমপর্যায়ে কোন ফুটবলার দেখিনা। ’
আগামী ১২ জানুয়ারী ব্যালন ডি’অরের পুরস্কার দেয়া হবে। এ তালিকায় মেসি, রোনালদো ছাড়াও রয়েছেন জার্মান বিশ্বকাপ জয়ী গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪