ঢাকা: আগামী ফেব্রুয়ারীর চার তারিখে একটি প্রীতি ম্যাচ খেলতে কাতারের উদ্দ্যেশে রওনা হবে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। তবে ম্যাচটি কার বিপক্ষে খেলবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
২০১৩-১৪ মৌসুমের লা লিগার রানার আপ দলটি বর্তমানে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। আর কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের আয়োজনে কাতালান ক্লাবটি ঐ ম্যাচে অংশ নিচ্ছে। বর্তমানে বার্সার জার্সির স্পন্সর কাতার ফাউন্ডেশন।
খেলাটি অনুষ্ঠিত হবে বুধবারে যেখানে তিনদিন আগে বার্সা লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে। আর স্পেনে ফিরে ফেব্রুয়ারীর আট তারিখ অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারো লিগ ম্যাচ খেলবে দলটি।
বার্সেলোনার এক বোর্ড সভায় এই ব্যাপারটি নিশ্চিত করা হয়। পাশাপাশি এদিন ক্লাবের আরেক স্পন্সর অডির সঙ্গে আরো চার বছর চুক্তির মেয়াদ বাড়ায়।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪