ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিজেকে পিছিয়ে রাখলেন ন্যুয়ার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
নিজেকে পিছিয়ে রাখলেন ন্যুয়ার! ম্যানুয়ের ন্যুয়ার

ঢাকা: এবারের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ম্যানুয়ের ন্যুয়ারও রয়েছেন। তবে জার্মানির হয়ে ‍বিশ্বকাপ জয়ী এই গোলকিপার জানিয়েছেন, মেসি ও রোনালদোর তুলনায় আমি অনেকটাই পিছিয়ে।

কারণ, বিশ্বজুড়েই তাদের অনেক সুনাম রয়েছে। এটিই আমার সঙ্গে তাদের পার্থক্য গড়ে দিবে।

ন্যুয়ার বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে বিবেচিত। তিনি বর্তমানে জার্মানির বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। এছাড়াও জার্মানিকে ব্রাজিল বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মূলত এর কারণেই তাকে এবারের ব্যালন ডি’অরের জন্য তিনজনের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।

ন্যুয়ার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এবারের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় থাকতে পেরে খুবই গর্বিত। আমি ছাড়াও বাকী যে দু’জন আছেন তারা বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলার। বিশ্বজুড়েই তাদের অনেক সুনাম। এটিই আমার থেকে তাদেরকে এগিয়ে রাখবে। ’

জার্মান গোলকিপার আরো বলেন, ‘আমি জার্মানির হয়ে আরো অনেক বছর খেলে যেতে চাই এবং আগামী ২০১৬ ইউরাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। অনেকেই বলছেন আমি এই টুর্নামেন্টের পর অবসরে যাব। কিন্তু এ মুহুর্তে জাতীয় দল থেকে অবসরে যাওয়ার কোনো চিন্তাভাবনা করিনি। তাছাড়া আমি এখনো বর্তমান বিশ্বের সেরা গোলকিপার। ’

বাংলাদেশ সময়: ১০৪১ ঘন্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।