ঢাকা: লিভারপুল কোচ ব্র্যান্ডন রজার্স মনে করেন, দলের স্ট্রাইকার মারিও বালোতেল্লি লিভারপুলের স্টাইলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি। তার মতে ব্যাডবয় খ্যাত এ ফুটবলার দলে ‘আনফিট’।
এর আগে এ মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময় লুইস সুয়ারেজের পরিবর্তে অল রেডসে যোগ দেন বালোতেল্লি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রজার্স জানান, ইতালির ফুটবল খেলার ধরণ আর লিভারপুলের খেলার ধরণ এক না। এ মৌসুমে ইতালির জাতীয় দলের ফুটবলার লিভারপুলের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি গোল করেছেন। তবে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি কোন গোল করতে পারেন নি।
লিভারপুলে বালোতেল্লির খেলার ধরণ সম্পর্কে জানতে চাওয়া হলে রজার্স বলেন, ‘ আমার মনে হয় বালোতেল্লি লিভারপুলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি। তবে সে বক্সের ভিতর দারুণ খেলে। ’
তিনি আরো বলেন, ‘ তার খেলার ধরণ ম্যাচে কাজে আসছে না। তবে আমি মনেকরি কোন সন্দেহ ছাড়াই সে অসাধারণ একজন ফুটবলার। ’
বাংলঅদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪