ঢাকা: স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার উইনাইটেডের কিংবদন্তি কোচ হিসেবেই বিবেচিত। অপরদিকে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন।
ফার্গুসন দীর্ঘ ২৬ বছর ম্যান ইউর কোচের দায়িত্বে ছিলেন। ১৯৮৬ সালে তিনি রেড ডেভিলসদের দায়িত্ব নিয়েছিলেন। ২০১৩ সালে তিনি অবসরে যান। দীর্ঘ এই কোচিং ক্যারিয়ারে তিনি ম্যান ইউকে তের বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন। এছাড়াও তার অধীনে দু’টি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ‘এফ এ’ কাপ ও চারটি লিগ কাপ জিতেছে ম্যান ইউ।
অপরদিকে গত মৌসুমে রিয়ালের দায়িত্ব নিয়েই দলের চেহারা পাল্টে দিয়েছেন আনচেলত্তি। প্রথম মৌসুমেই রিয়ালের এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে জিতিয়েছেন দশম উয়েফা চ্যাম্পিয়নস লিগ (লা ডেসিমা)। এছাড়াও সদ্যই তার অধীনে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে লস ব্লাঙ্কসরা।
মদরিচ বলেন, ‘ফার্গুসন যেমন দীর্ঘ সময় ধরে ম্যান ইউর কোচের দায়িত্বে ছিলেন। ঠিক তেমনি আনচেলত্তিও রিয়ালে দীর্ঘ সময় ধরে থাকবেন বলে আমার বিশ্বাস। কারণ, একজন পরিপূর্ণ কোচ বলতে যা বোঝায় তার মধ্যে এর সব গুণাবলিই রয়েছে। ’
ক্রোয়েশিয়ান এ ফুটবলার আরো বলেন, ‘আনচেলত্তির অধীনে রিয়াল অনেক ভালো অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত আমরা টানা ২৩ ম্যাচে জয় পেয়েছি। আশা করছি এই ধারা অব্যাহত রাখতে পারব এবং মৌসুম শেষে আরো অনেক রেকর্ড গড়তে পারব। আমি মনে করি, আনচেলত্তি রিয়ালকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। ’
বাংলাদেশ সময়: ১২৫০ ঘন্টা, ২৫ ডিসেম্বর ২০১৪