ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ছুটি দেয়ায় ফন গালের প্রতি রুনির কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
ছুটি দেয়ায় ফন গালের প্রতি রুনির কৃতজ্ঞতা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিসমাসের ছুটি দেয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গালকে ধন্যবাদ জানিয়েছেন স্ট্রাইকার ওয়েন রুনি। আর এই ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে চান রেড ডেভিলসদের অধিনায়ক।



ফন গালের দল বক্সিং ডে‘তে(ক্রিসমাসের পরের দিন) ওল্ড ট্রাফোডে নিউক্যাসেল ইউনাইটেডকে আতিথিয়েতা দিবে। মৌসুমটি বাজে ভাবে শুরু করার পরও সম্প্রতি জয়ের দারুণ ধারাবাহিকতা ধরে রেখে লিগ টেবিলে বর্তমানে ম্যানইউ অবস্থান তৃতীয়।

এদিকে দলের অন্য স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও একমাত্র ফুটবলার যে ছুটি কাটাতে যায়নি। তবে রুনি মনে করেন দলের এ ছুটি স্কোয়াডকে আরো ভালো সমন্বয় করবে।

রুনি বলেন, ‘ আমরা এবারের ক্রিসমাসে অনুশীলন করছি না। আমরা এ ছুটি পরিবারের সঙ্গে কাটাচ্ছি। এটা বিদেশী ফুটবলার ও যাদের সন্তান রয়েছে তাদের জন্য দারুণ হয়েছে। ’

ইংল্যান্ড দলের অধিনায়ক আরো বলেন, ‘ আমি বিশ্বস করি এ ছুটির কারণে দলের ফুটবলাররা পরবর্তী ম্যাচের জন্য নিজেদের আরো ভালো প্রস্তুতি করতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।