ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

‘বক্সিং ডে’ ম্যাচে অনিশ্চিত হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
‘বক্সিং ডে’ ম্যাচে অনিশ্চিত হ্যাজার্ড এডেন হ্যাজার্ড

ঢাকা: ইনজুরির কারণে আগামীকালের ম্যাচে চেলসির হয়ে মাঠে নামা নিয়ে সংশয় আছে এডেন হ্যাজার্ডের। ‘বক্সিং ডে’ ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে ব্লুজরা।

ক্রিসমাসের পরের দিনের ম্যাচকে ‘বক্সিং ডে’ ম্যাচ বলা হয়।

গত মঙ্গলবার স্টোক সিটির বিপক্ষে ডিফেন্ডার ফিল বার্ডসলির ট্যাকলে পায়ের গোড়ালিতে চোঁট পেয়েছিলেন চেলসির তারকা উইঙ্গার হ্যাজার্ড। এর পরেই ওয়েস্ট হামের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ইনজুরি থাকা সত্ত্বেও কালকের ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছেন হ্যাজার্ড।

এদিকে ম্যাচে শুরুর একাদশে নামতে পারেন অস্কার। আগের ম্যাচে স্টোকের বিপক্ষে বদলি ফুটবলারের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামায়নি কোচ হোসে মরিনহো। তাই ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হামের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকার সম্ভাবনা রয়েছে এই ব্রাজিলিয়ানের।

এ মাসের ২৮ তারিখে সাউদাম্পটনের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে মরিনহোর শিষ্যরা। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও চেলসির দখলে। তবে দুই ম্যাচ আগে নিউক্যাসলের বিপক্ষে টানা পনের ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হয় ব্লুজদের। কিন্তু সর্বশেষ দুই ম্যাচ জিতে আবারো জয়ের ধারায় ফিরেছে চেলসি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘন্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।