ঢাকা: উরুগুয়ের একটি হাসপাতালে শিশু ও তাদের পরিবারের জন্য ৫০০টি ঝুড়ি ভর্তি উপহার পাঠালেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে মন্টেভিডিওর পেরেরা রোসেল হাসপাতালে উপহার দেয়ার সময় সেখানে ছিলেন না এ তারকা।
উপহার সামগ্রীর মধ্যে খাবার এবং পানীয়র সঙ্গে একটি বার্তা লিখে দেন লিভারপুলের সাবেক এ তারকা। সেখানে লেখা ছিল, সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। আর ২০১৫ সালে সবার শুভকামনা করি (সুয়ারেজ ও পরিবার)।
সুয়ারেজ উরুগুয়ের শিশুদের ক্যান্সার চ্যারিটির দুত হিসেবে কাজ করেন। স্ক্রিমিনি পেরেজ ফাউন্ডেশনের হয়ে দুত হয়েছিলেন তিনি।
এদিকে বর্ণবাদী ও ফুটবলে কামড়ের ঘটনায় সুয়ারেজ নানা ভাবে বিতর্কিত হলেও উরুগুয়েতে তিনি দারুণ জনপ্রিয়।
বিশ্বকাপের পর লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দেয়া সুয়ারেজ এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগে দুটি ও লা লিগায় একটি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪