ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিশ্বকাপে রোনালদো কি করেছে, জাভির প্রশ্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
বিশ্বকাপে রোনালদো কি করেছে, জাভির প্রশ্ন ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠলেও এতটুকু মুগ্ধ হবেন না বার্সেলোনার তারকা জাভি। বার্সার এ মিডফিল্ডার জানান, এ পুরস্কারের জন্য শীর্ষ তিনে জায়গা পাওয়া উচিৎ হয়নি পর্তুগিজ অধিনায়কের।



ফিফা ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিনজনের মধ্যে আছেন বার্সেলোনার হয়ে খেলা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের এবং রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো।

তিনজনের পক্ষেই এ পুরস্কার জেতার ভালো যুক্তি রয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এবারের ব্যালন ডি'অরের দৌড়ে পর্তুগিজ উইঙ্গারকে এগিয়ে রাখছেন অনেকে।

তবে, ব্যালন ডি’অরের লড়াইয়ে থাকা রোনালদোকে মেনে নিতে পারছেন না জাভি। তিনি এ প্রসঙ্গে বলেন, মেসি, ন্যুয়েরের পাশে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের জন্য অনেকে রোনালদোকে সেরা দাবিদার বলে মনে করছেন। কিন্তু রোনালদো গত বিশ্বকাপে কি করেছে। দেশের হয়ে তো কিছুই করতে পারেনি। তাহলে সে কেন পাবে এ পুরস্কার?’

জাভির মতে বিশ্বকাপের বছরে বিশ্বমঞ্চের পারফর্ম বিচার করে ব্যালন ডি’অর দেওয়া উচিৎ। সেক্ষেত্রে জাভির শীর্ষ তিনে রয়েছেন, জার্মানির ফিলিপ এবং আর্জেন্টিনার মেসি ও জাভিয়ের মাসচেরানো। জাভির মতে, বিশ্বকাপ ছাড়াও এ তিনজন সাড়া বছরই একই রকম খেলে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।