ঢাকা: ব্রাজিল অধিনায়ক নেইমার শুধু ফুটবল দিয়ে দেশের মানুষের কাছে জনপ্রিয় নন। তা আবারো প্রমাণ করলেন তিনি।
নিজের জন্মস্থান ব্রাজিলের সাওপাওলোর ঠিক পাশেই তার নামে ‘নেইমার জুনিয়র ইনিস্টিটিউট’ স্পোর্টস স্কুলের উদ্বোধনও করেন নেইমার। এরপর সেখানে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন তিনি। ব্রাজিলের গরিব শিশুদের ফুটবল প্রশিক্ষণের সুযোগ করে দিতেই নেইমারের এ প্রচেষ্টা।
প্রায় সাড়ে আট হাজার বর্গমিটারের এ প্রতিষ্ঠানটি ২ হাজার তিনশো শিশু ধারণ করতে পারবে। নেইমারের এ প্রকল্পে ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুরা ফুটবলের আধুনিক সব প্রশিক্ষণ নিতে পারবে।
‘নেইমার জুনিয়র ইনিস্টিটিউট’ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে নেইমার নিজেও ছোটবেলায় খেলেছেন। ১১ বছর বয়সে তিনি এখানে ফুটবলের টানে খেলতে আসেন। এবার তিনি চান সমাজের অনগ্রসর ও দুস্থ শিশুরা যেন বিনা খরচে এখানে ফুটবলের পাঠ নিতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪