ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুস্থ শিশুদের পাশে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
দুস্থ শিশুদের পাশে নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিল অধিনায়ক নেইমার শুধু ফুটবল দিয়ে দেশের মানুষের কাছে জনপ্রিয় নন। তা আবারো প্রমাণ করলেন তিনি।

নিজ শহরের পাশেই বার্সেলোনার এ তারকা শিশুদের জন্য ফুটবল স্কুল খুললেন।

নিজের জন্মস্থান ব্রাজিলের সাওপাওলোর ঠিক পাশেই তার নামে ‘নেইমার জুনিয়র ইনিস্টিটিউট’ স্পোর্টস স্কুলের উদ্বোধনও করেন নেইমার। এরপর সেখানে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন তিনি। ব্রাজিলের গরিব শিশুদের ফুটবল প্রশিক্ষণের সুযোগ করে দিতেই নেইমারের এ প্রচেষ্টা।

প্রায় সাড়ে আট হাজার বর্গমিটারের এ প্রতিষ্ঠানটি ২ হাজার তিনশো শিশু ধারণ করতে পারবে। নেইমারের এ প্রকল্পে ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুরা ফুটবলের আধুনিক সব প্রশিক্ষণ নিতে পারবে।

‘নেইমার জুনিয়র ইনিস্টিটিউট’ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে নেইমার নিজেও ছোটবেলায় খেলেছেন। ১১ বছর বয়সে তিনি এখানে ফুটবলের টানে খেলতে আসেন। এবার তিনি চান সমাজের অনগ্রসর ও দুস্থ শিশুরা যেন বিনা খরচে এখানে ফুটবলের পাঠ নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।