ঢাকা: আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে টপকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সেরার পুরস্কার পেতে রোনালদো বিপুল ব্যবধানে হারিয়েছেন মেসিকে।
লন্ডনের বিখ্যাত পত্রিকা ‘গার্ডিয়ান’ এর চোখে এ বছরের সেরা ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে খেলা উইঙ্গার রোনালদো।
ব্রাজিল বিশ্বকাপ ছাড়া প্রায় সব আসরেই এ বছর রোনালদো খেলেছেন দুরন্ত গতিতে। রিয়ালকে জিতিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা। এছাড়া সব ধরণের প্রতিযোগিতায় টানা ২৩ ম্যাচ জিতে আরেকটি রেকর্ডের দিকে নিয়ে যাচ্ছেন ক্লাবকে।
শীর্ষ একশো জনের একটি তালিকা প্রকাশ করেছে গার্ডিয়ান। আর সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসিকে হারিয়ে শীর্ষ স্থানটি নিজের দখলে নিয়েছেন রোনালদো। তবে, নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও মেসির থেকে বিপুল ব্যবধানে এগিয়ে পর্তুগিজ অধিনায়ক।
২০১৪ সালে ৭৪ শতাংশ ভোট পেয়ে রোনালদো বর্ষসেরা হয়েছেন। অপরদিকে, মাত্র ১২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। এ তালিকায় রোনালদো এবং মেসির পরে শীর্ষ পাঁচে রয়েছেন যথাক্রমে ম্যানুয়েল ন্যুয়ের, আরিয়েন রোবেন এবং থমাস মুলার।
বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ন্যুয়ের পেয়েছেন ৮ শতাংশ ভোট। শীর্ষ ছয়ে রয়েছেন লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমানো লুইস সুয়ারেজ। সাতে আছেন বার্সেলোনার আরেক তারকা ব্রাজিল অধিনায়ক নেইমার। নেইমারের পরেই রয়েছেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। বায়ার্নের ফিলিপ লাম এ তালিকায় নবম। আর শীর্ষ দশ নম্বর জায়গাটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
গত বছর মেসি রোনালদোকে টপকে জিতেছিলেন এ পুরস্কারটি। সেবার আর্জেন্টাইন তারকা পেয়েছিলেন ৬০ শতাংশ ভোট। আর রোনালদো পেয়েছিলেন মাত্র ২০ শতাংশ ভোট। তৃতীয় হওয়া সুইডিশ তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ পেয়েছিলেন ১৩ শতাংশ ভোট।
আর ২০১২ সালে গার্ডিয়ানের বর্ষসেরা পুরস্কারটিও পেয়েছিলেন মেসি। সেবার মেসি রেকর্ড গড়ে ১০০ শতাংশ ভোটই পেয়েছিলেন।
গার্ডিয়ানের বর্ষসেরা বেছে নিতে বিচারক প্যানেলে ছিলেন ২৮টি দেশের মোট ৭৩ জন ফুটবল বিশেষজ্ঞ এবং ক্রিড়া সাংবাদিক।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪