ঢাকা: ক্যামেরুনের তারকা মিডফিল্ডার অ্যালেক্স সং’য়ের দিন কি তাহলে ফুরিয়ে এসেছে? ২৭ বছর বয়সী এ তারকাকে আসন্ন আফ্রিকা কাপের ঘোষিত দলে রাখেন নি দেশটির ফুটবল ফেডারেশন।
ওয়েস্টহামের ফুটবলার সং’কে ছাড়াই দল ঘোষণা করেছে ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের নির্বাচকরা।
ক্যামেরুনের এই দলে সাতজন মিডফিল্ডারকে রাখা হয়েছে। তবে, সাতজনের মাঝে ঠাঁই হয়নি বার্সেলোনার এ ফুটবলারের। ২৩ জনের দলে নাম নেই দেখে নিজেও বেশ অবাক সং। বার্সা এ মৌসুমে ওয়েস্টহামের কাছে ধারে খেলার জন্য সং’কে অনুমতি দেয়।
বার্সার হয়ে ৩৯ ম্যাচ খেলা সং তার সাবেক ক্লাব আর্সেনালের হয়ে খেলেছেন ১৩৮টি ম্যাচ। তিনি ফ্রান্সের অনূর্দ্ধ-১৬ দলেও খেলেছিলেন। ক্যামেরুনের হয়ে তিনি খেলেছেন ৪৭টি ম্যাচ।
জানুয়ারির ১৭ তারিখ থেকে আসন্ন আফ্রিকা কাপ অব নেশনস শুরু হবে। আসরের ‘ডি’ গ্রুপে থাকা ক্যামেরুন ২১ তারিখ মালির বিপক্ষে মাঠে নামবে। এ আসরটি শেষ হবে ৮ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৪