ঢাকা: মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যকার প্রীতি ভলিবল ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধানে জিতেছে বিজিবি।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত বিষয়ক বৈঠক উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এ ম্যাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিজয়ী দল বিজিবি সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
ক্রীড়া অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিএসএফের মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠকসহ উভয় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪