ঢাকা: রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল বলেছিলেন, লা-লিগা বিশ্বের সেরা ফুটবল লিগ। তবে তার সঙ্গে একমত নন সাবেক রিয়াল কোচ হোসে মরিনহো।
মরিনহো ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। তবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিন মৌসুম শেষেই বার্নাব্যু থেকে এই পর্তুগিজ কোচের প্রস্থান ঘটে। তার অধীনে একটি লা-লিগা, একটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতেছিল লস ব্লাঙ্কসরা।
এর আগে বেল জানিয়েছিলেন, তিনি বর্তমানে বিশ্বের সেরা দলের হয়ে খেলছেন। সেই সঙ্গে এও জানিয়েছেন, লা-লিগাই বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল লিগ।
তবে বেলের সঙ্গে মোটেই একমত নন মরিনহো। এই স্পেশাল ওয়ান খ্যাত কোচ এক সাক্ষাৎকারে বলেন, ‘বেল লা-লিগায় খেলছে বলেই এই কথা বলেছে। আমি নিজেও লা-লিগায় রিয়ালের কোচের দায়িত্বে ছিলাম। তাই প্রিমিয়ার লিগের সঙ্গে লা-লিগার পার্থক্যটা খুব ভালো করেই জানি। প্রিমিয়ার লিগ লা-লিগার থেকে অনেক এগিয়ে। তাছাড়া ইংলিশ লিগ যথেষ্ট প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। এখানে কোনো দলকেই খাটো করে দেখার উপায় নেই। ’
বাংলাদেশ সময়: ১১৩১ ঘন্টা, ২৬ ডিসেম্বর ২০১৪