ঢাকা: স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের উত্থানটা হয় অ্যাতলেতিকোতে মাদ্রিদে থাকাকালেই। এ স্প্যানিশ ক্লাবের হয়েই তার পেশাদারী ফুটবলের যাত্রা শুরু হয়।
তবে এখনই অ্যাতলেতিকোতে ফেরা হচ্ছে না তোরেসের। কারণ, ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে তোরেসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। উল্লেখ্য, এই মৌসুমেই চেলসি থেকে দুই বছরের ধারের চুক্তিতে ইতালিয়ান ক্লাব এসি মিলানে পাড়ি জমান তোরেস। তবে ‘সিরি-আ’ তে মিলানের হয়ে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন ২০১২ ইউরোর গোল্ডেন বুটজয়ী এই ফুটবলার।
এদিকে তোরেসকে দলে পাওয়ার জন্য চেলসি ও মিলান উভয় ক্লাবের সঙ্গেই একটা চুক্তিতে পৌঁছেছে অ্যাতলেতিকো ক্লাব কর্তৃপক্ষ। তাই ২০১৬ সালেই হয়তো অ্যাতলেতিকোর জার্সি গায়ে জড়াবেন তোরেস। তবে প্রথম অবস্থায় হয়তো ধারের চুক্তিতেই স্পেনে ফিরতে হবে তোরেসকে।
এর আগে ২০০৭ সালে অ্যাতলেতিকো ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিয়েছিলেন তোরেস। অল রেডসদের হয়ে চার বছর খেলার পর ২০১১ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। তোরেস ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন অ্যাতলেতিকোতে থাকাকালেই। লা-লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে পাঁচ মৌসুম মিলিয়ে ২১৪ ম্যাচ খেলেছিলেন। গোল করেছেন ৮২টি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ২৬ ডিসেম্বর ২০১৪