ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ে শীর্ষে থাকা চেলসির বিপক্ষে পয়েন্ট ব্যবধান কমালো ম্যানচেস্টার সিটি।
এদিন ওয়েস্ট ব্রুমের ঘরের মাঠে দ্যা হাওয়াতহর্ণে আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা।
তবে তারকাবিহীন ম্যাচেও খেলার প্রথমাধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। খেলার আট মিনিটে ইয়াইয়া তোরের পাস থেকে দলের লিড নেন মিডফিল্ডার ফার্নান্দো।
আর খেলার ১৩ মিনিটে প্রথম গোলের সহায়তা করা তোরে দলের লিড দুইয়ে নিয়ে যান। পেনাল্টি থেকে গোলটি আদায় করেন এ আইভরিয়ান স্ট্রাইকার।
এদিকে খেলার ৩৪ মিনিটে দলের লিড তিনে নিয়ে যান স্প্যানিস তারকা ডেভিড সিলভা। নাভাস গঞ্জালেসের অ্যাসিস্টে গোলটি পান তিনি। পরে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারিরা।
বিরতি থেকে ফিরে অনেকটা মন্থর গতিতে খেলতে থাকে ম্যানসিটি। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো খেলার ৮৭ মিনিটে জেমস মরিসনের পাস থেকে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন বি. এলদিয়ে।
তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। ১৮ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। আর সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ব্লুজরা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪