ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে চেলসি। লিগে মাত্র একটি পরাজয়ে দলটির বর্তমান অবস্থান শীর্ষে।
তিনি আরো জানান, তার দল যদি সেরা অবস্থানে নাও থাকে তবুও তার ছেলেরা অসাধারণ।
সর্বশেষ বক্সিং ডে ম্যাচে চেলসি ওয়েস্টহামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে। দলের হয়ে গোল করেন অভিজ্ঞ ফুটবলার জন টেরি ও দিয়েগো কস্তা। আর এ জয়ের ফলে শীর্ষস্থান আরো মজবুত করলো ব্লুজরা।
এদিকে এবার মরিনহোর অধীনে চেলসি প্রিমিয়ার লিগ জিতলে চার বছরের মধ্যে দলটির প্রথম শিরোপা পাওয়া হবে। আর স্পেশাল ওয়ান জানান, তার শিষ্যদের অসাধারণ ধারাবাহিকতা, গুনাগুন ও কৌশল জানা আছে।
মরিনহো বলেন, ‘ফুটবল হচ্ছে ফুটবল, আসলে এ খেলায় কখনও কোন দল অপ্রত্যাশিতভাবে ভালো খেলে। আর কোন দল ধারাবাহিকভাবে ভালো খেলে। আর আমরা এখন খুবই ভালো খেলছি। ’
তিনি আরো বলেন, ‘বাস্তবতা হচ্ছে বার্নলির ম্যাচ থেকে এখন পর্যন্ত দলটি কখনো ভালো খেলছে আবার কখনো খুব ভালো না। তবে আমি মনে করি দলটি দারুণ খেলছে। ’
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরো যোগ করেন, ‘খেলার ফলাফল ভালো হচ্ছে। ফুটবলারদের পারফরম্যান্সও দারুণ। ছেলেরাও খুশি আর কোচ হিসেবে আমিও খুশি। কারণ আমার দল ভালো খেলছে। আর আমি মূলত খুশি কারণ আমি ছেলেদের ভালোবাসি। ’
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪