ঢাকা: সম্প্রতি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, তিনি হয়ত তার ফুটবল ক্যারিয়ার শেষ হবার আগে বর্তমান ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোন ক্লাবে পাড়ি জমাবেন। আর এর পরেই বিভন্ন ক্লাব থেকে আসতে থাকে মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাব।
এদিকে প্রথম থেকেই চারবারের ব্যালন ডি’অর জয়ীকে দলে নেয়ার চেষ্টায় থাকা ম্যানচেস্টার সিটি এবার পুরোপুরি উঠে পড়ে লেগেছে। এর আগে চেলসি কোচ হোসে মরিনহো জানিয়েছিলেন, তার দলের অর্থনৈতিক সমস্যার কারণে তিনি মেসিকে দলে নিতে পারবেন না।
আলবেসেলিস্তা অধিনায়ককে দলে নিতে বার্সা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের ছাড়পত্র লাগবে। আর অন্যান্য আরো আনুষাঙ্গিক খরচ মিলিয়ে সর্বমোট অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মেসিকে যে করেই হোক দলে ভেড়াতে প্রস্তুত। আর এর জন্য ৫০০ মিলিয়ন পাউন্ডও তারা খরচ করতে রাজি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪