ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আইপার্ক। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থাকা স্বাগতিকরা একই ব্যবধানে হেরে যায়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুর মিনিটেই গোল করে এগিয়ে যায় অতিথিরা। প্রথম মিনিটের মাথায় লিড নেওয়া গোলটি করেন বুসান আইপার্কের কিম জিনগু। শেখ জামালের গোলরক্ষক হিমেলকে একা পেয়ে গোলবারের ডানপাশ দিয়ে গোলটি করেন তিনি।
লিড নেওয়ার তিন মিনিট পরেই আবারো গোল করে লিড দ্বিগুন করে বুসান আইপার্ক। ম্যাচের চতুর্থ মিনিটে আসে গোলটি।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া ধানমন্ডির ক্লাবটি গোল শোধ দিতে বেশ কিছু আক্রমণ চালায়। জামালকে ব্যবধান কমাতে সাহায্য করতে ম্যাচের ৩১তম মিনিটের মাথায় ল্যান্ডিংয়ের সুযোগ এসেছিল। কিন্তু অফসাইটের কারণে তিনি গোলটি আদায় করে নিতে পারেননি।
এরপর ৪০ মিনিটের মাথায় আবারো সুযোগ পেয়েছিল জামাল। কিংসকাপ জয়ীদের হয়ে দুর্বল শট নেওয়ায় গোলের মুখ দেখাতে ব্যর্থ হন ল্যান্ডিং। প্রথমার্ধের শেষ মিনিটে এমেকা বুসান আইপার্কের পেনাল্টি বক্সে বল পেয়েও শট নিতে ব্যর্থ হন।
ফলে, প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটের মাথায় জামালের ডি বক্সে একটি আক্রমণ চালায় বুসান আইপার্ক। তবে, বক্স থেকে বেরিয়ে এসে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল থামিয়ে দেন জামালের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। ফলে, গোল থেকে দলকে রক্ষা করতে গিয়ে হলুদ কার্ড দেখেন তিনি।
ম্যাচের ৬৭তম মিনিটে কিংসকাপ জয়ীদের আরেকটি সুযোগ এসেছিল গোল ব্যবধান কমানোর। ল্যান্ডিং-এমেকার এ প্রচেষ্টাটিও ব্যর্থ হয়। খেলার ৭৩ মিনিটে ডার্লিংটনের একটি জোড়ালো শট অতিথিদের ডিফেন্সে বাধা পায়।
খেলার ৭৯তম মিনিটে ওয়েডসন তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বুসান আইপার্কের ডি বক্সে ঢুকে পড়েন। কিন্তু বাকি থাকা একজন ডিফেন্ডারকে ফাঁকি দিতে না পারায় চমৎকার একটি প্রচেষ্টা ব্যর্থ হয় ওয়েডসনের। ৮৪ মিনিটের সময় তারই একটি বাঁকানো ফ্রি-কিক গোলের সম্ভাবনা জাগিয়েছিল।
তবে, ম্যাচের ৮০তম মিনিটে জামালের গোলবারের বামদিক থেকে উড়ে আসা বলে হেড করেন পার্ক ইয়ানজি। কিন্তু তার ভাগ্য এ ক্ষেত্রে সহায় হয়নি। হিমেলের হাত ফসকে বল বেড়িয়ে গেলেও বারে লেগে গোলটি প্রতিহত হয়।
ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ওয়েডসন আবারো জোড়ালো একটি শট নেন বুসান আইপার্কের জাল লক্ষ্য করে। এবারো গোলের দেখা মেলে নি শেখ জামালের।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে প্রথমার্ধের ২-০ গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪