ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আল-আইন ক্ল্যাসিক্যাল দাবায় জিয়া ৩৭তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
আল-আইন ক্ল্যাসিক্যাল দাবায় জিয়া ৩৭তম

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে অনুষ্ঠিত আল-আইন ক্ল্যাসিক্যাল দাবা প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড এর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৩৭তম স্থান লাভ করেছেন। জিয়া ৯ খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করেন।



গত শুক্রবার অনুষ্ঠিত নবম এবং শেষ রাউন্ডে জিয়া ইরানের ফাইরোউজা আলিরেজাকে পরাজিত করেন। সাত পয়েন্ট নিয়ে টাই-ব্রেকিংয়ে জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার নিগালিজ গাইয়োজ চ্যাম্পিয়ন হন।

একই পয়েন্ট নিয়ে আর্মেনিয়ার পেট্রোশিয়ান তিগরান রানার-আপ, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্লাদিমির অনিশচুক তৃতীয় এবং বেলেরুশের গ্র্যান্ড মাস্টার সের্গেই জিগালকো চতুর্থ হন।

এ ইভেন্টে মোট ১৫০ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। এর মধ্যে ৪৩জন গ্র্যান্ড মাস্টার, ৯জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ১৪ জন আন্তর্জাতিক মাস্টার অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।