ঢাকা: ব্রাজিল অধিনায়ক নেইমার ক্লাব সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নিজের তুলনা করতে নারাজ। তিনি জানিয়েছেন, মেসি আর রোনালদোর কাতারে যেতে হলে তাকে আরো কঠিন পথ পাড়ি দিতে হবে।
বার্সেলোনার স্ট্রাইকার মেসি আর রিয়াল মাদ্রিদের উইঙ্গার রোনালদো ২০০৮ সালের পর থেকে ব্যালন ডি’অর জিতে চলেছেন। রয়েছেন এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। তবে, তিনজনের এ তালিকা থেকে বাদ পড়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।
বার্সেলোনার হয়ে দ্বিতীয় মৌসুমে খেলা নেইমার বলেন, ‘মেসি এবং রোনালদো বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। তাদের কাতারে যাওয়া বেশ কঠিন। আমি জানিনা কবে তাদের সমকক্ষ হতে পারবো। কিন্তু আমি বিশ্বাসী একদিন তাদের পাশে আমি যেতে সক্ষম হবো। ’
নেইমার আরো বলেন, ‘আমি আমার খেলায় প্রতিনিয়ত উন্নতি করছি। যখন সান্তোসে ছিলাম, তখন আমি আমার খেলা নিয়ে সন্তুষ্ট ছিলাম। বার্সাতেও আমার খেলা নিয়ে সন্তুষ্ট। প্রতি মৌসুমে আমার খেলায় উন্নতি হচ্ছে, যা আমি বুঝতে পারছি। ’
পুরো বিশ্ব ফুটবল যখন কে পাবে এবারের ব্যালন ডি’অর- এ আলোচনায় ব্যস্ত, ঠিক সে সময়ে নেইমার জানান দিলেন কঠিন হলেও পরের ব্যালন ডি’অরের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪