নারায়ণগঞ্জ: বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জ ওয়েলফেয়ার মাঠে সাবেক সংসদ সদস্য নাসিম ওসমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফ্যাক্টরি লাগোয়া মদনগঞ্জ ওয়েলফেয়ার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির এইচআর ম্যানেজার মেজর আবু মো: সারোয়ার (অব.)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিমউদ্দিন জসু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেজর আবু মো. সারোয়ার ফিরোজ বলেন, বসুন্ধরা গ্রুপ যেখানে কোনো প্রতিষ্ঠান গড়ে, তারা চায় সেখানকার মানুষ বিনোদন উপভোগ করুক। এমনকি সেই এলাকার রাস্তাঘাট ও মসজিদের উন্নয়নে এগিয়ে আসে। সেই নীতিধারা থেকেই স্থানীয় এ টুর্নামেন্টে বসুন্ধরা সিমেন্ট স্পন্সর করেছে। ভবিষতে প্রয়োজনে আরো করবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সির ফয়সাল মো. সাগর বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের আশীর্বাদ। তারা এই এলাকার রাস্তঘাট ও মসজিদ নির্মাণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য খেলার মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করেছে। আমরা সবসময় এলাকার উন্নয়ন ও প্রশংসনীয় উদ্যোগে বসুন্ধরা গ্রুপকে পাশে পেয়েছি। আগামীতেও পাব বলে আশা করছি।
উদ্বোধনী খেলায় ঐতিহ্যবাহী সিরাজ-উদ-দৌলা ক্লাব ও গোদনাইল সংস্থা মুখোমুখি হয়। খেলা ড্র হয় ১-১ গোলে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত প্রথম রাউন্ডে ১২টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির সহকারী নির্বাহী ওয়াসিম কুমার (অ্যাডমিন)।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪