ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আবারও রানারের অ্যাম্বাসেডর সাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
আবারও রানারের অ্যাম্বাসেডর সাকিব সাকিব আল হাসান

ঢাকা: মোটর সাইকেল কোম্পানি রানার অটোমোবাইলসের সঙ্গে দ্বিতীয় মেয়াদে ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধায় রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে সাকিবের সঙ্গে এ চুক্তিতে রানারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।



আগামী ২ বছর মেয়াদী এ চুক্তিতে সাকিব রানার অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এর বিভিন্ন ধরনের মোটর সাইকেলের প্রচারণার কাজটি করবেন।

অনুষ্ঠানে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ও রানার অটোমোবাইলসের ব্যাবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাফিজুর রহমান বলেন, একটি মোটর সাইকেল যখন মূল্যে কম হয়, ফুয়েল খরচ কম হয়, বেশিদিন চলে, তখন সেটাও সাকিবের মতো অলরাউন্ডার হয়।

আগামী বছর রানার এ ধরনের মোটরসাইকেলের কয়েকটি অলরাউন্ডার মডেল বাজারে নিয়ে আসবে বলে জানান তিনি।

সাকিব বলেন, রানারের সঙ্গে গত সময়গুলো ভাল ছিল। আগামী দু’টো বছরও ভাল যাবে।

দেশি মোটর সাইকেল কোম্পানির সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারায় নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন সাকিব।

দেশি মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসের ৫০ সিসি থেকে শুরু করে ১৫০ সিসি পযর্ন্ত মোটরসাইকেলের মোট ১৬টি মডেল রয়েছে। প্রতিটি মোটর সাইকেলের জন্যে ক্রেতারা ৬ বছরের ওয়ারেন্টি পেয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।