ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এ বছর যেভাবে দাপট দেখিয়েছে তাতে আগামী বছর না জানি কি করে। রিয়ালের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোও ঠিক তাই মনে করেন।
এ বছরে মে মাসে চ্যাম্পিয়নস লিগ জয়ের মধ্য দিয়েই বছরের প্রথম শিরোপা ঘরে তোলে রিয়াল। এর পরেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে জিতে নেয় কোপা দেল রে। এছাড়াও উয়েফা সুপার কাপ এবং সর্বশেষ প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ নিজেদের করে নেয় লস ব্লাঙ্কসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত টানা ২৩ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে গ্যালাকটিকোরা। সব কিছু মিলিয়ে অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে রিয়াল।
রোনালদো এক সাক্ষাৎকারে বলেন, ‘এ বছরে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। লা-লিগা বাদে বছরের সম্ভাব্য সব শিরোপাই আমাদের হাতে উঠেছে। দলের সকল ফুটবলারের কল্যাণেই এটি সম্ভব হয়েছে। ’
পর্তুগিজ তারকা আরো বলেন, ‘আমি আশা করছি আগামী বছর আমরা আরো ভালো করতে পারব। আমার বর্তমানে যে অবস্থানে আছি তাতে আগামী বছরের সম্ভাব্য সব শিরোপা আমাদের হাতেই উঠবে বলে আশা রাখছি। ’
দুইবারের বিশ্বসেরা রোনালদো জানান, কার্লো আনচেলত্তি দলের কোচ হিসেবে আছেন। তিনি একজন অসাধারণ কোচ। তার কারণেই আমাদের শিরোপা জেতা সম্ভব হয়েছে। কারণ, তিনি দলটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। আমার সবাই একটি পরিবারের মতো আছি। ’
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘন্টা, ২৮ ডিসেম্বর ২০১৪