ঢাকা: গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা কোচের তালিকায় স্থান করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তিনজনের চূড়ান্ত এই তালিকার বাকী দু’জন হচ্ছেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা ও জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো।
রিয়ালের হয়ে আনচেলত্তির কোচিং অধ্যায়টা শুরু হয় বড় ধরনের প্রাপ্তি দিয়ে। এ বছরই তার অধীনে বহুল প্রতীক্ষিত লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জিতে নেয় রিয়াল। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে কোপা দেল রে নিজেদের শোকেসে তোলে লস ব্লাঙ্কসরা। এ বছরের উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও নিজেদের ঘরে তোলে আনচেলত্তির শিষ্যরা।
বর্তমানে লা লিগায় র্শীষে রয়েছে রিয়াল। এ মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট অর্জন করেছে রিয়াল। পনের ম্যাচের মধ্যে দুই ম্যাচ বাদে বাকী সবগুলোতেই জিতেছে গ্যালাকটিকোরা। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এছাড়াও এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে টানা ২৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রিয়াল।
আনচেলত্তি এর আগে বেশ কয়েকটি ব্যক্তিগত অ্যাওয়াড পেয়েছিলেন। কিন্তু ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ কখনো পাননি। আগামীকাল দুবাইয়ের পাম হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেরা কোচের পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘন্টা, ২৮ ডিসেম্বর ২০১৪