ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, নেইমার সঠিক ক্লাবই বেছে নিয়েছে। তার জন্য বার্সাই সঠিক জায়গা।
গত মৌসুমেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ৮৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় নাম লিখিয়েছিলেন নেইমার। তবে গত মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এ মৌসুমে দারুণ ধারাবাহিক এই ব্রাজিলিয়ান। এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন নেইমার।
ইনিয়েস্তা এক সাক্ষাৎকারে বলেন, ‘নেইমার যে একজন প্রতিভাবান ফুটবলার তাতে কোনো সন্দেহ নেই। নিজের ফুটবল দক্ষতা বাড়ানোর জন্য বার্সাই নেইমারের জন্য উপযুক্ত স্থান। আশা করছি এখানে খেলেই সে নিজেকে অন্য স্তরে নিয়ে যেতে পারবে। ’
এদিকে গত সপ্তাহেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছিল বার্সা কর্তৃপক্ষ। বার্সার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। কিন্তু কাতালান ক্লাবটি চাইছে এ ব্রাজিলিয়ানের সঙ্গে আরো দু’বছর চুক্তির মেয়াদ বাড়াতে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘন্টা, ২৮ ডিসেম্বর ২০১৪