ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মর্যাদাপূর্ণ ক্লাবের প্রাথমিক তালিকায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
মর্যাদাপূর্ণ ক্লাবের প্রাথমিক তালিকায় রিয়াল

ঢাকা: দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল সকার অ্যাওয়ার্ডে মর্যাদার্পূর্ণ ক্লাব হওয়ার দৌড়ে প্রাথমিক তালিকায় রয়েছে ইউরোপ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ তালিকায় আরো আছে জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, আয়াক্স ও বাসেল।



এ বছরের মে মাসে লা ডেসিমা জিতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ডিসেম্বরের ৩০ তারিখে দুবাইতে এসি মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। আর দলের কোচ কার্লো আনচেলত্তি চান তার শিষ্যরা পাম রিসোর্টের অত্যাধুনিক আল্টানটিসে এ পুরস্কার বিতরনীতে উপস্থিত থাকবেন।

এদিকে বর্ষসেরা এ পুরস্কার বিতরনীতে আরো যে বিভাগ থাকছে তা হলো সেরা রেফারি পুরস্কার ও সেরা এজেন্ট পুরস্কার।

আগামী ২৯ ডিসেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ পুরস্কারের ঘোষণা দেয়া হবে। আর এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিশেল প্লাতিনি ও ফ্যাবিও ক্যাপেলোর মত ফুটবল ব্যক্তিত্যরা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।