আশুলিয়া(ঢাকা): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে তিন দিনব্যাপী দ্বিতীয় সাউথ এশিয়ান গুজরি ও কারাতে চ্যাম্পিয়নশিপ ২০১৪ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ায় বিকেএসপির জিমনেসিয়াম হলরুমে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
এ প্রতিযোগিতায় খেলবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান নেপাল ও ভুটানসহ পাঁচটি দেশের ৭০ জন খেলোয়াড়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমাদুল হক, সাউথ এশিয়ান গুজরি ও কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খালেদ মুনসুর চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪