ঢাকা: এবারের ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের।
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কারের লড়াইয়ে কে জিতবেন তা জানা যাবে আর কয়েক দিন পর।
সম্প্রতি ফ্রান্সের পত্রিকা ‘এল ইকুইপে’ বিশ্বের ১০০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তাতে শীর্ষে রয়েছেন জার্মান গোলরক্ষক। ফ্রান্সের জনপ্রিয় এ ক্রীড়াদৈনিকের মতে বছরের বর্ষসেরা ফুটবলার ন্যুয়ের।
বিশ্বের ১০০ জন ফুটবলারের এ তালিকায় দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের মধ্যমনি রোনালদো। আর তৃতীয় হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসি।
রোনালদোর ক্লাব সতীর্থ টনি ক্রুস, করিম বেনজেমা, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ, লুকা মদ্রিচ, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, সামি খেদিরা, মার্সেলো, কেইলর নাভাস আর দানি কারভাজাল রয়েছেন বিশ্বের সেরা ১০০ জন ফুটবলারের এ তালিকায়।
এ তালিকায় বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন নেইমার, লুইস সুয়ারেজ, জাভিয়ের মাসচেরানো, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বাসকুয়েটস, ক্লদিয়ো ব্রাভো, দানি আলভেজ, ইভান রেকিটিক এবং জরদি আলবা।
অ্যাতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের মাঝে রয়েছেন দিয়েগো গডিন, মারিও মান্দজুকিচ, কোকে, অ্যান্তোনিও গ্রিজম্যান, মিরান্ডা, আরদা তুরান, গাবি, থিয়েগো এবং জুয়ানফ্রান।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪