ঢাকা: নোপালের ঝাপা শহরের দামাকে অনুষ্ঠানরত চতুর্থ ধ্রুবতারা কাপ ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে সাইমন সিদ্দিকুর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন।
রোববার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় সাইমন নেপালের জনার্দন শ্রেষ্ঠার কাছে হেরে যান।
ভারতের কোলকাতা শহরের কালিঘাটে অনুষ্ঠিত প্রথম ৬৪ স্কয়ার ফিদে রেটিং ওপেন দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে ৬৬তম এবং সাজ্জাদ কিশোর ৪ পয়েন্ট পেয়ে ১৬৪তম স্থান পায়। ২৩৪জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪