ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ধ্রুবতারা ও স্কয়ার ফিদে রেটিং ওপেন দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
ধ্রুবতারা ও স্কয়ার ফিদে রেটিং ওপেন দাবা প্রতিযোগিতা

ঢাকা: নোপালের ঝাপা শহরের দামাকে অনুষ্ঠানরত চতুর্থ ধ্রুবতারা কাপ ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে সাইমন সিদ্দিকুর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেছেন।

রোববার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় সাইমন নেপালের জনার্দন শ্রেষ্ঠার কাছে হেরে যান।

বাংলাদেশ, ভারত ও নেপালের ১৫৭জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন।

ভারতের কোলকাতা শহরের কালিঘাটে অনুষ্ঠিত প্রথম ৬৪ স্কয়ার ফিদে রেটিং ওপেন দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে ৬৬তম এবং সাজ্জাদ কিশোর ৪ পয়েন্ট পেয়ে ১৬৪তম স্থান পায়। ২৩৪জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।