ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর.বি.গ্রুপ এর মার্সেল ব্যান্ড এর পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপি ‘মার্সেল বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৪’।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০টি দলের মোট ৪০০ জন কারাতে খেলোয়াড় ৬০টি ওজন ভিত্তিক ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন।
এই প্রতিযোগিতা উপলক্ষে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর.বি. গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও সফল ক্রীড়া সংগঠক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ও জনাব: মো: মোশারফ হোসাইন (রাজীব), হেড অব মার্কেটিং মার্সেল, এবং জনাব, মো: শাহাজাদা সেলিম, স্ট্যাটিক এ্যাড এন্ড বিউটিফিকেশন ডিপার্টমেন্ট। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন সাধারণ সম্পাদক শেথ আলী আহসান বাদল ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪