ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লন্ডনের মাঠ হোয়াইট হার্ট লেনে গোলশুন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে খেলতে নামা টটেনহাম ম্যানইউকে রুখে দিয়ে লুইস ফন গালের পয়েন্টে ভাগ বসিয়েছে।
প্রায় ৩৬ হাজার দশর্কের উপস্থিতিতে ইনজুরিতে পড়া আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠে নামাতে পারেননি ফন গাল। রিয়াল মাদ্রিদের সাবেক এ আর্জেন্টাইন তারকা দলে না থাকলেও ফন গাল শুরুর একাদশে মাঠে পাঠান ডি গিয়া, ভ্যালেন্সিয়া, ওয়েইর রুনি, অ্যাশলে ইয়ং, হুয়ান মাতা, রাদামেল ফ্যালকাও আর রবিন ফন পার্সির মতো তারকাদের।
তবে, ম্যাচে কোনো গোল আদায় করে নিতে পারেনি ফন গালের ম্যানইউ।
ব্রাজিল বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে না পারা কলম্বিয়ান তারকা ফ্যালকাও ম্যাচের ১৯তম মিনিটে বল বাড়িয়ে দেন মাতাকে। কিন্তু মাতা এ যাত্রায় গোল করতে ব্যর্থ হন। খেলার ২২তম মিনিটে ফন পার্সির একটি শট গোলবারে লেগে ফিরে আসে। এছাড়া প্রথমার্ধের ২৪তম মিনিটে ম্যানইউয়ের জোনসের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
৩৪তম মিনিটে আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন ফ্যালকাও। ফলে, বিরতিতে যাওয়ার আগে শুন্য হাতেই যেতে হয় অতিথিদের। বিরতির পর আরো বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ম্যানইউ। তবে, বলের নিয়ন্ত্রনে টটেনহামও কম যায়নি। বেশ কয়েকটি আক্রমণ চালালেও তারা ভালো ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি।
এ ড্রয়ের পরে ম্যানইউ পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানটি ধরে রেখেছে। ১৯ ম্যাচ খেলে ১০ জয়, ৬ ড্র আর ৩ পরাজয় নিয়ে ফন গালের শিষ্যদের অর্জন ৩৬ পয়েন্ট। শীর্ষে থাকা চেলসির সমান ম্যাচ খেলে অর্জন ৪৬ পয়েন্ট।
বাংলোদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪