ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চেলসি-সাউদাম্পটনের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
চেলসি-সাউদাম্পটনের পয়েন্ট ভাগাভাগি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর আবারো পয়েন্ট খোয়ালো চেলসি। পয়েন্ট খোয়ালেও শীর্ষেই রয়েছে চেলসি।

হোসে মরিনহোর শিষ্যরা রোববার রাতের ম্যাচে সাউদাম্টনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে লন্ডনের ক্লাবটি। তবে, পিছিয়ে পড়েও প্রথমার্ধেই গোল শোধ করে চেলসি। দ্বিতীয়ার্ধে লিড নিতে ব্যর্থ হলে প্রথমার্ধের ফল অপরিবর্তিত থাকে। স্বাগতিক হিসেবে খেলতে নামা সাউদাম্পটন চেলসিকে গোল করার কোনো সুযোগ দেয়নি।

সাউদাম্পটনের ঘরের মাঠ হ্যাম্পশায়ারে ম্যাচের ১৭ মিনিটে স্বাগতিকদের আনন্দে মাতিয়ে তোলেন সাদিয়ো মানে। সেনেগালের তারকা এ ফুটবলার দুসান তাদিকের সহায়তা নিয়ে লিড নেওয়া গোলটি করেন। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে চেলসি।

অতিথিদের হয়ে সমতায় ফেরানো গোলটি করেন ইডেন হ্যাজার্ড। চেলসির আরেক তারকা সেস ফ্যাব্রিগাসের অ্যাসিস্টে গোলটি করেন বেলজিয়ান তারকা। ফ্যাব্রিগাসের বাড়ানো বলে ডানপায়ের জোড়ালো শটে গোল আদায় করেন হ্যাজার্ড।

বিরতির পরে ম্যাচের ৭৩ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড পান সাউদাম্পটনের ফুটবলার মরগান স্নেইডারলিন। ৮৮ মিনিটে আবারো হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বেড়িয়ে যেতে হয় তাকে। ফলে, দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

কিন্তু, আরোও বেশ কয়েকবার আক্রমণ চালিয়ে গোলের দেখা না পাওয়া চেলসি দশ জনের দলের বিপক্ষে কোনো সুবিধা আদায় করে নিতে পারেনি। ফলে, আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর ছাত্ররা।

আর এ ড্রয়ের ফলে চেলসি ১৯ ম্যাচ খেলে ১৪ জয়, চার ড্র আর এক পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষেই রইল। চার নম্বরে থাকা সাউদাম্পটন সমান ম্যাচ খেলে অর্জন করেছে ৩৩ পয়েন্ট। দুই ও তিন নম্বরে ৪৩ ও ৩৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।