ঢাকা: শেষ দিকের জিম্বাবুয়ে সিরিজ ছাড়া ২০১৪ সালটা মোটেও ভালো যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের। প্রায় পুরো বছরের হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন ২০১৪-এর সেরা আবিষ্কার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, পেসার তাসকিন আহমেদ এবং লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।
তাইজুল ইসলাম
নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসানের দরজা বন্ধ হয়ে গেলে জাতীয় দলের দরজা খুলে যায় লিগের দুর্দান্ত খেলোয়াড় তাইজুল ইসলামের জন্যে। সুযোগটাও ভালোভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশের নতুন এই স্পিন সেনশন। ৫ সেপ্টেম্বর কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার তাইজুলের। প্রথম টেস্টেই বাজিমাত করেন তিনি। অভিষেকেই ১৩৫ রানে পাঁচ উইকেট নিয়ে বুঝিয়ে দেন জাতীয় দলে দীর্ঘ সময় থাকতে প্রস্তুত তিনি। তারপর ৫ টেস্টে নেন ২৫ উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ারও রেকর্ড গড়ে ফেলেন এই তরুণ স্পিনার।
এরপর ২৮ নভেম্বর ওয়ানডে অভিষেকেতো বিরল ইতিহাস গড়েন তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ওয়ানডেতে হ্যাটট্রিক করে অনন্য নজির গড়ে ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দেন। ওই ম্যাচে নিয়েছিলেন সবমিলিয়ে ৪ উইকেট।
তাসকিন আহমেদ
বাংলাদেশের পেস অ্যাটাকে নতুন সেনসেশন তাসকিন আহমেদ। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অজি ওপেনার অ্যারন ফিঞ্চ তাসকিনের গতির ভূয়সী প্রশংসা করেছিলেন।
১৭ জুন মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় এই তরুণ পেসারের। অভিষেকেই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের টপ অর্ডার। ২৬ রানে পাঁচ উইকেট নিয়ে সবার নজর কাড়েন তিনি। তার বোলিংয়েই ভারত গুটিয়ে যায় ১০৫ রানে।
জুবায়ের হোসেন লিখন
বিশ্ব ক্রিকেট থেকে লেগ স্পিনারদের রাজত্ব যেন হারিয়ে যেতে বসেছে। এরই মধ্যে অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। অভিষেক সিরিজেই সবার নজর কাড়েন সদ্য কৈশোরোত্তীর্ণ লিখন। ২৫ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজের প্রথম টেস্টে দুই উইকেট পেলেও ৩ নভেম্বর শুরু হওয়া খুলনা টেস্টে দেখিয়েছেন তার কব্জির জাদু। পঞ্চম চা বিরতির আগে চাকাভা এবং আরভিনের উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দেন লিখনই।
এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলে ১১ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে তিন নম্বরে রয়েছেন লিখণ। এছাড়া, দু’টি ওয়ানডে খেলে লিখন নিয়েছেন চার উইকেট।
বছরান্তের এই হিসাবে তৃপ্তির ঢেঁকুর তুললেও বিসিবি সংশ্লিষ্টদের মতো ক্রিকেটপ্রেমীদেরও প্রত্যাশা এই তরুণ তুর্কিরা যেন সময়ের স্রোতের সঙ্গে যুদ্ধে উতরে যান।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪