ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করেছে চেলসি। আর এই ড্রয়ের ফলে বছরের শেষ ম্যাচটা জয় নিয়ে শেষ করতে পারলো না ব্লুজরা।
এদিকে দলের এই ড্র কোন ভাবেই মেনে নিতে পারছেন না কোচ হোসে মরিনহো। এর আগে নিউ ক্যাসেলের বিপক্ষে ২-১ গোলে মৌসুমের প্রথম হারের লজ্জা পেয়ে ম্যাচের বল বয় দের দুষেছিলেন তিনি। আর এবার স্পেশাল ওয়ান খ্যাত এ কোচ ক্ষেপেছেন ম্যাচ রেফারি অ্যান্থনি টেইলরের উপর।
মরিনহোর মতে রেফারি ম্যাচ চলাকালিন চেলসির প্রতি অবিচার করেছে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচের মতে বিপক্ষ দলের ফুটবলার ম্যাট টারগেট চেলসি মিডফিল্ডার সেস ফেব্রিগাসকে ফাউল করে মাঠে ফেলে দেয় তবে রেফারি উল্টো স্পেন তারকাকেই হলুদ কার্ড দেখায়।
আর ম্যাচ শেষেই রেফারির উপর রাগান্বিত হয়ে মরিনহো জানান, তার এ আচরণের জন্য লজ্জিত হওয়া উচিৎ।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪