ঢাকা: যে কোনো ম্যাচে জেতার জন্য স্ট্রাইকারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর শিরোপা জিততে হলে তো কথাই নেই।
গতকাল টটেনহামের সঙ্গে গোলশূণ্য ড্র করার পর ফন গাল স্ট্রাইকারদের উপর নিজের হতাশা ব্যক্ত করেছেন। এই ম্যাচে অনেকগুলো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাদামেল ফ্যালকাও-রবিন ফন পার্সিরা। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন দলের তারকা স্ট্রাইকার ফ্যালকাও। কিন্তু সহজ এই সুযোগটি তিনি হাতছাড়া করেন।
ফন গাল বলেন, ‘গতকালের ম্যাচে আমরাই ভালো দল ছিলাম। আমাদের সামনে গোল করার অনেক সুযোগ এসেছিল। কিন্তু, স্ট্রাইকারদের ব্যর্থতায় আমরা লিড নিতে পারেনি। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এভাবে সুযোগ হাতছাড়া করলে লিগ জেতাটা অসম্ভব হয়ে পড়বে। ’
এদিকে প্রিমিয়ার লিগে টানা নয় ম্যাচে অপরাজিত ম্যানইউ। এর মধ্যে গতকালের ম্যাচসহ দুই ম্যাচে ড্র করছে রেড ডেভিলসরা। ক্রিসমাসের আগে গত বিশ তারিখে অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করেছিল ফন গালের শিষ্যরা।
অবশ্য গতকাল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি ও দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ড্র করায় ম্যানইউর সঙ্গে পয়েন্ট ব্যবধানটা অপরিবর্তীত রয়েছে। উনিশ ম্যাচ শেষে ৩৬ পয়েণ্ট নিয়ে তিনে ম্যানইউ। সমান ম্যাচে চেলসি এবং ম্যানসিটির পয়েন্ট সংখ্যা যথাক্রমে ৪৬ ও ৪৩।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘন্টা, ২৯ ডিসেম্বর ২০১৪