ঢাকা: আগামী ১১ জানুয়ারী ন্যু ক্যাম্পে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে লা লিগার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে সম্মাননা দেয়া হবে। এমনটি জানালেন স্পেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা লিগা ডি ফুটবল প্রফেশনালের (এলএফপি) প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস।
গত ২২ নভেম্বর সেভিয়ার বিপক্ষে বার্সার ৫-১ গোলে জয়ের ম্যাচে তেমো জারার রেকর্ড ২৫১ গোলের মাইলফলক পার করে সর্বোচ্চ গোলদাতার মালিক হন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
এর আগে গত ২০ ডিসেম্বরই এইবারের বিপক্ষে বার্সার ম্যাচে চারবারের ব্যালন ডি’অর জয়ীকে এই সম্মাননা দেয়ার কথা ছিল। তবে আগের দিনে দেপোর্তিভো ও মাদ্রিদের ম্যাচে সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার কারণে ব্যাপারটি পিছিয়ে দেয়া হয়।
তবে গত শনিবার এলএফপির প্রেসিডেন্ট পরিস্কার জানিয়েছেন, বার্সার আগামী হোম ম্যাচেই মেসিকে সম্মাননা দেয়া হবে।
২০০৪ সালে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হয় মেসির। আর এখন পর্যন্ত এ ক্ষুদে জাদুকর প্রিমিয়ার ডিভিশনে ২৫৮ গোল করে সবার উপরে আছেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪