ঢাকা: প্রায় আট বছর পর ঘরের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে আবারো ফিরছেন স্পেনের তারকা ফুটবলার ফার্নান্দো তোরেস। এসি মিলানে ধারে খেলা তোরেসকে স্প্যানিস জায়ান্টরা নিজেদের দলে চুক্তিবদ্ধ করাতে পেরেছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
তোরেস এর আগে ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অ্যাতলেতিকোতে খেলেছেন। মাদ্রিদের এ দলটির জার্সি গায়ে তিনি ২১৪টি ম্যাচ খেলে গোল করেন ৮২টি। এরপর স্প্যানিস ক্লাবটি ছেড়ে তোরেস পাড়ি জমান ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলে।
সাবেক ক্লাব লিভারপুলে তোরেস খেলেন ১০২টি ম্যাচ। ২০১১ সালে স্পেনের এ তারকা ফুটবলার ইংলিশ প্রিমিয়ারের আরেক ফেভারিট দল চেলসিতে নাম লেখান। চেলসির হয়ে ১১০ ম্যাচ খেলা তোরেস এরপর এসি মিলানে ধারে খেলতে যান। তবে, নতুন বছরে এসি মিলানে নয়, তোরেসকে দেখা যাবে পুরোনো ক্লাব অ্যাতলেতিকোতে।
এ প্রসঙ্গে ৩০ বছর বয়সী স্পেনের জার্সি গায়ে ১১০ ম্যাচ মাঠে নামা তোরেস বলেন, অবশেষে আমি ঘরে ফিরলাম। সকলকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণে সাহায্যে করার জন্য।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪