ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লুক’ শ এর বাড়ির মালিক রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
লুক’ শ এর বাড়ির মালিক রোনালদো! লুক’ শ ও ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িতে থাকবেন ইংল্যান্ডের ফুটবলার লুক’ শ। রোনালদো তার বাড়ি ভাড়া দিতে চলেছেন।

আর সেটি পেতে চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা ডিফেন্ডার লুক’ শ।

জানা যায়, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো ম্যানইউতে খেলার সময় পাঁচটি শয়ন কক্ষ বিশিষ্ট একটি বিশাল বাড়ি কিনেছিলেন। সেটিতে এতোদিন তার আসবাবপত্র ছিল। স্থানীয়ভাবে বাড়িটি বিক্রি করার চেষ্টা করা হলেও রোনালদোর এ বাড়িটি বিক্রি হয়নি বলে জানা যায়।

এবারে তার এ বাড়িটি ভাড়া নিতে চলেছেন ইংল্যান্ডের ১৯ বছর বয়সী তারকা লেফট-ব্যাক লুক’ শ।

২০০৩ সালে ম্যানইউতে যোগ দেওয়া পর্তুগিজ তারকা চেশায়ারের এ বাড়িটি কিনেছিলেন ৩.৮৫ মিলিয়ন পাউন্ড দিয়ে। বাড়িটিতে সুইমিং পুল, স্টিম রুম, শিশুদের খেলার বিশাল জায়গাসহ একটি বড় ব্যায়ামাগার এবং ওয়াইন রুম ছিল।

ম্যানইউয়ের হয়ে ১৯৬ ম্যাচ খেলা রোনালদোর এ বাড়িটি মাসিক ভাড়ায় নিতে রাজি হয়েছে ক্লাবটির তরুণ লেফট-ব্যাক লুক’ শ। তিনি আশা করছেন প্রতিমাসে ৭ হাজার পাউন্ডের বিনিময়ে রোনালদো তার কাছে বাড়িটি ভাড়া দিবেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।