ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দাপুটে জয় পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
দাপুটে জয় পেল লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অল রেডসরা।

এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচে অপরাজিত থেকে নতুন বছর শুরু করবে লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে সোয়ানসির বিপক্ষে লিভারপুলের নিয়মিত অধিনায়ক স্টিভেন জেরার্ড খেলেননি। প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। ৩৩ মিনিটের সময় জরডান হেন্ডারসনের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের লিড এনে দেন ডিফেন্ডার আলবার্তো। এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে অল রেডসরা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সোয়ানসি গোলকিপার লুকাস ফ্যাবিয়ান্সকির ভুলে লিড দ্বিগুন করে লিভারপুল। বল ক্লিয়ার করার জন্য বাঁম পায়ে শট নিলে ডি-বক্সের মধ্যে থাকা অ্যাডাম লাল্লানার গায়ে লেগে বল জালে জড়ায়। ফলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য এর এক মিনিট পরেই সোয়ানসির হয়ে একমাত্র গোলটি করেন গিলফি সিগারশন।

লিভারপুলের হয়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে আরো এগিয়ে দেন লাল্লানা। ৬১ মিনিটের সময় ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর অ্যাসিস্ট থেকে তিনি গোলটি করেন। এর আট মিনিট পরেই সোয়ানসি মিডফিল্ডার জোনজো শিলভির আত্মঘাতি গোলে নিজেদের চার গোল পূর্ণ করে লিভারপুল। এরপর আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রজার্সের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।