ঢাকা: এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ড নিজেদের করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছেন সেরা ফুটবলার এবং রিয়ালেরই কোচ আনচেলত্তির হাতে উঠেছে সেরা কোচের পুরস্কার।
দুবাইয়ের পাল্ম হোটেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ২০১০ সাল থেকে এই অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন শুরু হয়। এর আগে ২০১১ সালে সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন রোনালদো। তবে, এই প্রথমবারের সেরা কোচ হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন আনচেলত্তি।
আগামী বছর জানুয়ারীর বার তারিখে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। সেখানেও পরিষ্কার ফেভারিট ‘সি আর সেভেন’ খ্যাত রোনালদো। চূড়ান্ত তালিকায় রোনালদো ছাড়াও বাকী দু’জন হচ্ছেন লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ার।
রোনালদো বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের একটি বড় অর্জন। সবাই আমাকে ভোট দিয়েছে বিদায় আমি সেরা খেলোয়াড় হতে পেরেছি। রিয়ালের হয়ে এ বছরটা আমার দারুণ কেটেছে। বিশেষ করে লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জেতাটা স্মরণীয় হয়ে থাকবে। ’
আনচেলত্তি বলেন, ‘কোচের কাজটা অনেক সহজ হয়ে যায় যখন দলে অনেক প্রতিভাবান ফুটবলার থাকে। ঠিক তেমনি রিয়ালে অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। যার কারণেই এ বছরটা আমাদের অনেক ভালো কেটেছে। আশা করছি, আগামী বছরও এ ধারাবাহিকতা ধরে রাখতে পারব। ’
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪