ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়ালের সামনে কঠিন সময় আসছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
রিয়ালের সামনে কঠিন সময় আসছে ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ইসকো জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে রিয়ালকে কঠিন সময় পার করতে হবে। জানুয়ারীর প্রথম সপ্তাহেই ভ্যালেন্সিয়া ও অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে লড়বে রিয়াল।



রিয়াল বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে তারা দু’টি ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই জিতেছে। এছাড়াও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে লস ব্লাঙ্কসরা। এক কথায় বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে রিয়াল।

ইসকো  আরো জানান, আমরা এ মুহুর্তে জয়ের ধারাবাহিকতায় আছি। তবে, আসছে জানুয়ারীর চার তারিখে পয়েন্ট টেবিলের চারে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে হবে। তারাও দল হিসেবে অনেক শক্ত প্রতিপক্ষ। কাজেই তাদের বিপক্ষে জেতাটা এতো সহজ হবে না। এছাড়াও সাত তারিখে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে খেলতে হবে।

এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আমার দল হিসেবে বর্তমানে খুবই আত্মবিশ্বাসী। এখন পর্যন্ত আমরা টানা ২২ ম্যাচে জয় পেয়েছি। আশা করছি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারব এবং আরো ভালো ফুটবল খেলতে পারব। ’

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘন্টা, ৩০ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।