ঢাকা: ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হয়েছিলেন কার্লো আনচেলত্তি। তিন বছরের চুক্তিতে তিনি লস ব্লাঙ্কসদের দায়িত্ব নিয়েছিলেন।
রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত পুরো সময়টাই আনচেলত্তির জন্য সাফল্যমন্ডিত। এ বছরই তার অধীনে ইউরোপ ও বিশ্বজয় করেছে রিয়াল। লা লিগা বাদে সম্ভাব্য সব শিরোপাই ঘরে তুলেছে রিয়াল। কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে লস ব্লাঙ্কসরা।
আনচেলত্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘রিয়ালের সঙ্গে যে আমি নতুন চুক্তি করতে যাচ্ছি তা একদম নিশ্চিত। চুক্তিটি কখন হবে তা নিশ্চিত নই। তবে, খুব শিঘ্রই এটি হবে। মাদ্রিদে আমি খুবই সুখে আছি। আমরা একটি চমৎকার, অবিশ্বাস্য ও অবিস্মরণীয় বছর পার করেছি। আশা করছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ’
এই ইতালিয়ান কোচ আরো বলেন, ‘ প্রতিনিয়তই আমরা উন্নতি করে যাচ্ছি। আমরা শিরোপা জয়ের ধারাটা ধরে রাখতে চাই। এ মৌসুমে দলে অনেক প্রতিভাবান ফুটবলার যুক্ত হয়েছে। আমরা গতবছরের মতো এ বছরও চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। ’
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪