ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে অবসরের যাচ্ছেন ভারতের সাদা পোশাকের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এমন ঘোষণা আসে।
ইতিমধ্যে চার ম্যাচ সিরিজের ২-০ তে পিছিয়ে থাকা দলটির সিডনিতে চতুর্থ টেস্ট অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।
দু’দলের পঞ্চম দিনের খেলা শেষ হবার সময় ধোনি ২৪ রানে ব্যাটিং করছিলেন। পরে চার ওভার বাকি থাকতে দু’দলের সমঝোতায় ম্যাচটি ড্র হয়।
এদিকে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে কিছু জানায় নি। তবে, পরে বিসিসিআই এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ধোনি ক্রিকেটের সব ফরম্যাটে আর খেলছেন না। যার মাধ্যমে প্রকাশ পায় তিনি আর লঙ্গার ভার্শনের এই ফরম্যাটে খেলছেন না।
ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা এ অধিনায়কের হাত ধরে দলটি টেস্ট ক্রিকেটে শীর্ষ হবার গৌরব অর্জন করেছিল। তার অধীনে ভারত রেকর্ড ৬০টি টেস্ট খেলে ২৭টি ম্যাচে জয় পেয়েছে।
টেস্ট ক্রিকেটে ২০০৫ সালে ঘরের মাঠ চেন্নাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ধোনি এখন পর্যন্ত ৯০টি ম্যাচ খেলেছেন। ৩৮.০৯ গড়ে এ উইকেটকিপার ব্যাটসম্যান ৩৩টি অর্ধ শতক ও ছয়টি শতকে ৪৮৭৩ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০. ২০১৪/ আপডেট : ১৩৩৮ ঘণ্টা/আপডেট : ১৬২৯ ঘণ্টা