ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সার ওপর নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বার্সার ওপর নিষেধাজ্ঞা বহাল ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনাকে খেলোয়াড় কেনার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন (সিএএস)’। এর আগে বার্সাকে দু’টি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

সেটিই বহাল রেখেছে সর্বোচ্চ ক্রীড়া আদালত।

ফিফার আইন লঙ্ঘন করে বিদেশি ফুটবলার কেনার জের ধরেই গত আগস্টে বার্সার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছিল। অবশ্য ‘সিএএস’ বরাবর আপিলের পর ফিফার দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। তবে, শেষ রক্ষা হয়নি বার্সার।

কোর্ট অব আরবিট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ ব্যপারটি নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, বার্সার ওপর ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। তবে, এখন থেকে ফিফার নিষেধাজ্ঞাটিই বহাল থাকবে। অর্থাৎ, কাতালান ক্লাবটি এখন থেকে ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত কোনো খেলোয়াড় কিনতে পারবে না।

তবে, বরাবরের মতোই ফিফার দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল বার্সা। কিন্তু, আইনি প্রক্রিয়ার ফাঁদে পড়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায়ও তাদের বিপক্ষে গেল। তবে, এ‌ই রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বার্সা ক্লাব কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সুইস ফেডারেল ট্রাইব্যুনালে ‘সিএএস’ এর দেওয়া রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হবে।

এ বছরই গ্রিষ্মের দলবদলের বাজারে বড় চমক দেখিয়েছিল বার্সা। দলে ভিড়িয়েছে লিভারপুলের উরুগুয়াইন তারকা লুইস সুয়ারেজ, ক্রোয়েশিয়ান ইভান রাকিটিচ, চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভোসহ আরো অনেককে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।