বরিশাল: জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে বরিশালে ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম বঙ্গবন্ধু উদ্যানে খেলার উদ্বোধন করেন।
জেলা পর্যায়ের দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বালক বিভাগে বড়, মধ্যম ও ছোট তিন ভাগে বিভক্ত হয়ে পৃথকভাবে ২৬ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে বালিকা বিভাগে বড় ও মধ্যম বিভাগে পৃথকভাবে ১৪ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষিক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪