ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সার সম্ভাবনার কথা জানালেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বার্সার সম্ভাবনার কথা জানালেন ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালে শিরোপাহীন বার্সেলোনার নতুন বছরের ভালো করার ইঙ্গিত দিলেন দলটির অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। এক সাক্ষাৎকারে তিনি জানান, বার্সা ২০১৫ সালে প্রতিটি শিরোপার জন্য লড়াই করবে।



ইনিয়েস্তা বলেন, ‘ আমরা গত একটি বছর শিরোপা বঞ্চিত ছিলাম। তবে আসছে বছরে দলটি পুরোপুরি ভিন্ন আকারে নিজেদের তুলে ধরবে। আমি ব্যক্তিগতভাবে দলের সবার সঙ্গে খেলা উপভোগ করতে চাই। আর আশাকরি সমর্থকরা এ দলটিকে নিয়ে গর্বও করবে। ’

তিনি আরো বলেন, ‘ গত বছর যা হয়েছে আমাদের তা থেকে শিক্ষা নিয়ে আরো ভালো খেলতে হবে। আর আত্মবিশ্বাসি এ দল আবার তার পুরোনো রুপে ফিরে আসবে। ’

স্পেন জাতীয় দলের এ ফুটবলার কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা ম‍ূলক ম্যাচ মিলিয়ে ৫২৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ত‍ার দখলে ৫২টি গোলও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।