ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মিউনিখে নেই রোনালদোর মতো ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
মিউনিখে নেই রোনালদোর মতো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: ২০১৫ সালেও ইউরোপ সেরার লড়াইয়ে আধিপত্য বজায় থাকবে চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এমনটি মনে করেন, দলটির সাবেক ডিফেন্ডার ক্রিস্টফার মেতজেল্দার।

তিনি আরো জানান, বায়ার্ন মিউনিখ এ লড়াইয়ে শক্তিশালী দল হলেও তাদের দলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলার না থাকায় তারা পিছিয়ে থাকবে।

এ মৌসুমে রিয়াল ও মিউনিখ দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আর দল দু’টি জানান দিচ্ছে চ্যাম্পিয়নস লিগ প্রতিযোগিতায় তারাই মূল প্রতিদ্বন্দি। তবে জার্মানের সাবেক এ ফুটবলার মনে করেন তার সাবেক ক্লাব বাভারিয়ানদের থেকে এগিয়ে থাকবে।

মেতজেল্দার বলেন, ‘মিউনিখে রোনালদোর মত কোন ফুটবলার নেই। আর দু’দলের যদি এ মৌসুমে আবারও দেখা হয় তাহলে পেপ গার্দিওলার শিষ্যদের কঠোর প্ররিশ্রম করতে হবে। ’

গত মৌসুমে মিউনিখের বিপক্ষে আসরের সেমিফাইনালে লসব্লাঙ্কসরা ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল। আর ২০১১-১২ মৌসুমে রিয়াল বার্সেলোনার বিপক্ষে শেষ চারের খেলায় পেনাল্টির মাধ্যমে জয় পেয়েছিল।

শিরোপা প্রত্যাশি দু’দলই ইতিমধ্যে লিগের শেষ ষোলতে পৌছে গেছে। শেষ ষোলোর এ খেলায় রিয়াল লড়বে শালকের বিপক্ষে আর মিউনিখ লড়বে শাখতার দানেস্কের বিপক্ষে।

২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা মেদজেল্দার আরো বলেন, ‘ রিয়াল এখন অপ্রতিরোধ্য। কারণ কার্লো আনচেলত্তির অধীনে দলটি সম্প্রতি প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপ জিতেছে।

বঅংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।