ঢাকা: দুবাইয়ে অনুষ্ঠিত ক্লাব প্রীতি ম্যাচে ইতালির জায়ান্ট এসি মিলানের কাছে হেরেছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে এ ম্যাচে এসি মিলান ৪-২ গোলে হারিয়েছে আনচেলত্তির শিষ্যদের।
ঘরোয়া লিগের বিরতিতে এ ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, পেপে, ইসকো, টনি ক্রুস, কারভাজাল, সামি খেদিরা, জেমস রদ্রিগেজ, রাফায়েল ভারানে, গ্যারেথ বেল, ইকার ক্যাসিয়াস, কেইলর নাভাস, জাভিয়ের হার্নান্দেজরা। আনচেলত্তি তার শিষ্যদের সুযোগ করে দিতে বদলি হিসেবে এবং মূল একাদশের হয়ে মাঠে পাঠান।
ম্যাচের ২৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় ইতালির জায়ান্টরা। জেরেমি মেনেজের গোলে লিড নেয় এসি মিলান। এরপর খেলার ৩১ মিনিটের মাথায় লিড দ্বিগুন করে তারা। দলের দ্বিতীয় গোলটি করেন স্টিফেন এল সারাউই। দ্বিতীয় গোলের সহায়তায় ছিলেন এসি মিলানের গিয়াকোমো।
তবে, ৩৫ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোলটি করেন রিয়ালের হয়ে মাঠে নামা পর্তুগিজ তারকা রোনালদো। জেসে রদ্রিগেজের অ্যাসিস্টে গোলটি করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার সময় রোনালদোকে তুলে নিয়ে তার বদলি হিসেবে মাঠে আসেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। শুধু রোনালদো নন, এ সময় দুই দলের ১৪জন খেলোয়াড় নতুন করে মাঠে বদলি হিসেবে আসেন।
বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে আবারো ব্যবধান বাড়ায় ইতালির দলটি। এবারেও গোল করেন স্টিফেন এল সারাউই। তবে, দলের তৃতীয় গোলের যোগানদাতা ছিলেন আন্দ্রে পলি। খেলার ৭৩তম মিনিটে এসি মিলানের চতুর্থ গোলটি করেন গিয়ামপাওলো প্যাজিনি।
আর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের ৮৪তম মিনিটে পেনাল্টির সুযোগ থেকে গোলটি করেন ফরাসি তারকা। তবে, ব্যবধান কমানো ছাড়া গোলটি কোনো কাজে লাগেনি।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-২ গোলের পরাজয় মেনে নেয় রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪