ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফিরে দেখা-২০১৪

নির্ভরতার নাম মুমিনুল

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
নির্ভরতার নাম মুমিনুল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট আকাশের সম্ভাবনাময় এক তারার নাম মুমিনুল হক। সদ্য কৈশরোত্তীর্ণ এই তরুণ অভিষেকের পর থেকেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।


 
অবিশ্বাস্য ধারাবাহিকতায় টেস্টে ২০ ইনিংসের বেশি খেলেছেন এমন ব্যাটসম্যানদের গড় হিসেব করলে ব্র্যাডম্যানের পরেই অবস্থান মুমিনুলের। ক্রিকেট কিংবদন্তী ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৬ তার পরেই মুমিনুলের অবস্থান।

এ পর্যন্ত ২৩ ইনিংসে ৬৩.০৫ গড়ে করেছেন ১১৯৮ রান। জিম্বাবুয়ের সঙ্গে বছরের শেষ টেস্টেও খেলেছেন অপরাজিত ১৩১ রানের ইনিংস।

মুমিনুল হক সৌরভের ব্যাট ২০১৪ সালেও ছড়িয়েছে সৌরভ। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। তার এই ইনিংসের কল্যাণেই টেস্টটি ড্র করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ায় বাংলাদেশ।

এরপর ক্যারিবীয় সফরে খুব বেশি সুবিধা করতে পারেননি মুমিনুল। দুই টেস্টেই প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে খেলেন যথাক্রমে ৫১ ও ৫৬ রানের ইনিংস।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এসে আবারো স্বরূপে ফেরেন মুমিনুল। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৫৩ রান। খুলনা টেস্টে প্রথম ইনিংসে ৩৫ এবং দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৫৪ রানের ইনিংস।

বছরের শেষ টেস্টের শেষ ইনিংসে এসে সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের এই লিটল মাস্টার। দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।